হরিণ নিয়ে যত কথা।
আমরা কয়েকজন বন্ধুরা আমাদের বিদ্যালয়ের মসজিদের নিকটে থাকা হরিণের মেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বিজ্ঞান মেলা চলার কারনে তখন BNCC এর টহল চলছিল। আমরা তাদের অনুমতি নিয়ে গেলাম হরিন দেখতে। আমাদের তখন হরিন দেখে ভাল লাগলো, তখন চিন্তা আসলো, হরিন নিয়ে গবেষণা করলে কেমন হয়? তাই আমরা বন্ধুরা হরিন নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করার সিদ্ধান্ত গ্রহন করি। খয়েরি রঙের চামড়া ও তাতে সাদার সুন্দর প্যাটার্ন সংবলিত এই প্রাণীটি দুর্লভ। তাদের নিয়ে করা আমাদের ছোট অনুসন্ধানের ফলাফল নিম্নরুপঃ -বিজ্ঞানিক নাম: হরিণের বিজ্ঞানিক নাম Cervidae পরিবারের বিভিন্ন জাতের অন্তর্ভুক্ত থাকে।-বিবরণ: – -হরিণ একটি মৃগ পরিবারের সদস্য, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এদের উচ্চতা, ওজন, রঙ, গঠন এবং পোষাক ধরণের বিভিন্ন প্রকার থাকতে পারে। -খাবার: হরিণ প্রায়ই ঘাস, পাতা, ট্রাহ, গাছের ডাল, সবজি, ফল, ওট, এবং অন্যান্য উদ্ভিদের রূপে খায়। -বৈশিষ্ট্য: হরিণ একটি চলমান প্রাণী, যা গাছের ডাল ও পাতা খেয়। তারা সাধারণত গভীর অরণ্য বা জলবায়ুবিদ অঞ্চলে থাকে। -জীবনপরিচালনা: হরিণ সাধারণত দিনের বেলায় সংগ্রহ করা খাবার খায়। তারা রাতে খাবার আটকে